লেখক নয় , লেখাই মূলধন

*

লেখা পাঠানোর নিয়মাবলী

 

১। যেকোনো সময় লেখা পাঠানো যাবে।
২। লেখা পাঠাতে হবে ইউনিকোডে লিখে ওয়ার্ড ফাইলে বা ডিরেক্ট মেলবডিতে।
অন্য কোনো ফর্মাটে লেখা গৃহীত হবে না।
৩। অধিক বানান ভুল থাকলে সেই লেখা বাতিল হবে।
৪। কবিতার ক্ষেত্রে গুচ্ছকবিতা পাঠাতে হবে।
৫। লেখা পাঠানোর মেল আইডি tobuo.proyas2013@gmail.com
৬। তিনমাসের মধ্যে একই বিভাগে লেখা পাঠানো যাবে না।
৭। লেখার সঙ্গে বিভাগের নাম, নিজের ছবি, পরিচিতি ও যোগাযোগ নং অতি অবশ্যই পাঠাবেন।
৭। লেখা নির্বাচন হয়েছে কিনা বারবার সম্পাদককে জিজ্ঞাসা না করে তিন মাস পর্যন্ত অপেক্ষা করুন।
৮। পত্রিকার নিয়মাবলী না মেনে লেখা পাঠালে তা বাতিল হবে।
প্রয়োজনে ৮৬৪১৯৩৭৩৫৬ নম্বরে হোয়াটস্অ্যাপ করতে পারেন।

Facebook Comments

পছন্দের বই