লেখক নয় , লেখাই মূলধন

কবিতা

রূপক চ্যাটার্জী

চতুর মাছ, তীর ছুঁয়েই
অতলের দিকে চলে যায়। চোখে পড়ে থাকে
রুপোলি ঝলক। কিছু সাদাসিধে ছাপোষা মাছকে ধরে,
জেলে পূর্ণ করে তার আঁশটে উল্লাস!

ভালোবাসা, পূর্ণ আস্থার নাম।
আর পূর্ণ আস্থা বলতে একটি বাবলা গাছ!
যার দেহে কাঁটার তীক্ষ্ণতা থাকলেও
তোমায় হলুদ ফুলের নাকছাবি দেখাবে ভোরবেলা।

নিজেকে খাওয়ার সংকল্প নিয়ে
বহুদিন বুড়ি ছিল অনাহারে।
ডোলভিরা খননের পর, তার ছেলেরা
বহুকষ্টে খুঁজে পেলো বুড়ির কয়লা শরীর। স্তন দিয়ে
তখনও ফোঁটা ফোঁটা সকাল টসকে পড়ছে!

তৃতীয় নেত্র খুলে দাও,
ওই পথ দিয়েই যদি, আমাদের হারানো মেরুদণ্ড পুনরুদ্ধার হয়। তবে ওটাই তলোয়ার করে
বারকয়েক শূন্যে ঘুরাব। শত্রুরা সব তো
হৃদমাঝারে বসে আছে, কাকে আর তাড়াই তবে বলো?

এক কাপ চায়ের পাশেই
তোমার বসে থাকাটা
ডারউইনবাদ এর মধ্যে পড়ে না! আমাকে অগ্রাহ্য করে,
পশমের বল থেকে উলের বুনন আরও
নিরিবিলি, আরও দক্ষ হয়েছে। আমাদের
বসন্ত গেছে বলেই, কাকতাড়ুয়ার কাঁধে বসে
কাক এসে শস্যাবর্তনের গল্প শোনায়!

 

 

Facebook Comments

পছন্দের বই