লেখক নয় , লেখাই মূলধন

কবিতা

সরসিজ বসু

ছান্দোগ্য বিনিয়োগ


যে কং সে-ই খং, যা খং তা-ই কং
যে রাহু সে-ই শির
        রাগরাজ, অমর মস্তক!

প্রতীকের নীচেই অন্ধকার

কথকতা অতিগ্রহ, তুশ্চু বারো আনা
সকলে একত্র হয়েও ভগবান হন না
অথচ একটু পুঁজিপাটা হলে কেউ তাঁকে ছাড়িয়ে ওঠেন


হাসিনামা লেখা হচ্ছে, লেজুড় হয়েছে হাস্যজন
এতটা জামিনযোগ্য থাকবে না এই হাস্যরস

মৃত্যুভয় ভেঙে গেছে বলে
যে-ঔদাসীন্য শেষে আসে
সুরুতেও যদি তা থাকত!

প্রশ্ন করবার বেলা সবাই মেধাবী, মহালোচ্চাগুলো
তদন্তে বাধা হয় এমন গজলও গাওয়া অনুচিত


সফরের পদে পদে আমি কত শূন্য দেখলাম
যে-দেশে যেমন শূন্য, যার কাছে যত আক্ষরিক
রক্তশূন্যতার সঙ্গে ভারসাম্য রেখে
যদি কোনো অছিলায় শূন্যের শরিক হওয়া যায়,
গুজব পাগল দেশে পালাবার তাড়াহুড়ো থাকে

অবিদ্যা ও অপরের বিপরীত রতি
কত নোংরা ভোগমূল্য বাজারে ছেড়েছে!


বারে বারে আর আসা যাবে না: এই মেঠো গানে
প্রণব পুটিত করে নিলে
সেটাই দিনের বড় আপডেট হয়

হৃদয় মৌচাক নয়, গানের ছেপ্‌কায়
প্রসাদী জনমত ঘুরছে শহরে
       নির্দোষ জীবন তুমি ধুয়ে খাবে?

লজ্জাকে ললিতকলা ভাবতেই পারো


তুমি কিন্তু অনেক দূরের কোনো পায়ের আওয়াজে
পা মিলিয়ে হাঁটো,
স্বচ্ছন্দে গিলতে পারো অনেকের গলার আওয়াজ

একখানা সর্ষেপুরাণ যদি লেখা হত!

যে-কথা বলার নয় সে-কথা কোথায় পাওয়া যায়
নিজের কোলেই শুয়ে কত-না ভেবেছ!

তুমি পঙ্‌ক্তিদূষক, তোমাদের দেবতা আলাদা

Facebook Comments

পছন্দের বই