কবিতা

প্রীতম বসাক
মাটির কবিতা
১
সুস্থির হও
একটা কৃষি জীবন— ফসলের রূপ
আলো
মাটির প্রতি
আজন্ম বিশ্বাস রাখো
প্রযত্নে তার নাম লিখ মায়া
২
অদূরে ছড়িয়ে আছে নিমফল
অই মাটিতেই চাঁদ নামে
মাই জুড়িয়া তখন
অঢেল বৈষ্ণব
লিখিত হয় পদ
লিখিত হয় পঞ্চব্যঞ্জন
৩
কালো-মাটি রঙের দুঃখ
কাপাস গাছের থেকে
ঝুলে আছে
অতি সুস্বাদু বেদনা
কৃষাণী আসিয়া দাঁড়ালো
উহার চোখে তুমি
মধু ও মেঘ লিখে দিও
৪
মাটি আর অগ্নি
এ-ও সেই আদিম পালাগান
পয়ারে রচিত
যত গাই—
দুঃখের নিকট আমাদের
ঋণ বেড়ে যায়
৫
ধান হল—
এর চেয়ে সত্য
তুমি ছুঁয়েছ কখনো?
এই যে হাঁ হয়ে আছ
ক্ষুধায় আর জলে
আগে স্তব করো
মাটি হও…
Facebook Comments