
অপ্রকাশিত কবিতা
চৈতন্যোদয়
সাদা মাংস চলতে পারে
কিন্তু লাল আমার জন্য নিষিদ্ধ।
এটা না জেনেই আমি মানুষের মাংস খেয়ে আসছি
দীর্ঘদিন
তৃপ্তি ও অনুতাপের সঙ্গে।
ভয় করছে, এতদিন আমি কি ক্ষতিই করেছি আমার?
ইয়ে, মানুষের মাংস লাল না সাদা?
ডিভোর্স পেপার
রবার স্ট্যাম্পের ছাপগুলো খুঁটিয়ে দেখছে হেনরি
এবং রবার ঘষে অনিচ্ছা প্রকাশ করছে।
সম্ভবত বিকেল থেকেই সংক্রমণ ছড়াবে
রবার স্ট্যাম্পের ছাপগুলো খুঁটিয়ে দেখছে হেনরি।
বেড়ার ওপর একটা পুরোনো মাছি
পুরোনো রোদকে ঠিক তখন থেকেই আর চিনতে পারছে না
রাস্তা থেকে শান্তভাবে একটা বাড়ি সরে যাচ্ছে
ক্ষমা করে দিচ্ছে।
সিঁড়িতে বসে রবার স্ট্যাম্পের ছাপগুলো
শেষবারের মতো দেখে নিচ্ছে হেনরি।
Facebook Comments