চিত্রকলা
সৌরভ বন্দ্যোপাধ্যায়
সিরিজ নাম: গ্রহণ
মাধ্যম : কাগজের ওপর জলরং.
সাল: ২০২১
মরেও মরিনি আজও লিখে যাই হাই তুলি ঘুমোই ও ঘুম থেকে উঠি
ফুটপাথে হেঁটে যাই মনে হয় শরীর ছিল না কোনোকালে
আমার পোশাক শুধু হেঁটে চলে ভিড়ের ভেতর
বন্ধু বলে কিছু নেই আজ আর, যা ছিল তা অতীত জীবনে
স্মৃতি মরে গেছে, আজ চপ্পলের মতো এক সহনশীলতা নিয়ে ঘোরাফেরি করি
যখন ঘুমোই জাগে স্তন, কার স্তন ঠিক ঠাহর করি না
অচেনা পঞ্চম নারী আমার পাতালসখী
দূর অন্ধকারবর্ষে শুঁড়িপথে টেনে নিয়ে যায়
সিরসিরিয়ে ওঠে হাড়, পাদু’টো অবশ, মাথাভর্তি নীল মেঘ
বেঁচে থাকা থেকে দূরে বহু দূরে এই দেশ, নগ্নতাকে তুচ্ছ মনে হয়
তুষার চৌধুরীর ‘পত্রমর্মরের দেশে’
১
২
৩
৪
৫

সৌরভ বন্দ্যোপাধ্যায়
সৌরভ বন্দ্যোপাধ্যায় চারুকলা নিয়ে স্নাতকোত্তর পর্যায় পঠনরত। ছোটো পত্রিকার প্রচ্ছদ, অলংকরণ শিল্পী হিসাবে যুক্ত। শখ: বইপড়া ও গান শোনা।