কবিতা
সৌরভ মাহান্তী
দেয়াল
শোক নাকি আনন্দ
কে যে কাকে গোপন করে?
বাইরের যাবতীয় আঘাত, রাখি সযত্নে…
জানালা
খাঁচার ভিতরে ঢুকে থাকিস
সুদিন এলে,
বুকের পাঁজরে সোনা বাঁধিয়ে দেব
ছাদ
মধ্যবিত্ত ফুটপাতের তলায়
জোৎস্না ঝরে পড়ে
যেন না-ছুঁতে পারা বাবার যন্ত্রণা…
উঠোন
তোমাকে মাড়িয়ে যাব এমন সাধ্য কই?
আলপনাতে পা দিতেই
পদবি বানাই লক্ষ্মীছাড়া
মেঝে
বিষ পেতে দিই বুকে
এক্ষুণি তো অবাধ্য শিশুর গ্রাস,
ছিনিয়ে নেবে বেহায়া লোকটি…
তুলসিতলা
নিভে যাওয়াতেই আপত্তি
দিন দিন ভরাট হয়ে উঠুক সংসার
ভুলেও ঠান্ডা করিসনে প্রদীপ

সৌরভ মাহান্তী
জন্ম ২০ জানুয়ারি ২০০২ পুরুলিয়া জেলার শিমুলডাঙ্গা গ্রামে। স্কুলজীবন থেকে লেখালিখির শুরু। বর্তমানে পুরুলিয়া জেলার জে. কে কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছেন। প্ল্যাটফর্ম পত্রিকার সহ-সম্পাদনার সঙ্গে যুক্ত। প্রথম কাব্যগ্রন্থ ‘ঘুম কাড়ছে মহাকাল’ (২০১৯)।