কবিতা
সুপ্রসন্ন কুণ্ডু
লাল গ্রহ: ১
এ-পাড়ায় কু কথার বাস
অন্ধ তবু হাতুড়ি নাচায় আত্মঘাতী প্রেমিকার খোঁজে
বটুকের তাজা রক্ত, অন্ধের সাহস হতে চায়
দু-একটা কথার পরই স্বপ্নের ঘোর
লাল গ্রহ হেঁটে যায় বিপ্লবের নেশায়
এ-পাড়ার একটাই খুঁত, মোড় বলে কিছু নেই
বটুক সুযোগে আছে
অন্ধের হাতুড়ি কবে নিরুদ্দেশ হয়
লাল গ্রহ: ২
ভেঙেই তো গেছে
প্রতিটি বিকল্প পথ ভেঙেই ধ্বংসস্তূপ তৈরি হয়
খাঁচার বাঘ রোজরোজ মাংস চিবোয়
রক্ত চেটে নেয় নাকের পাশ থেকে
অহং নয়, সে তার অধিকার ছিঁড়ে খায়
আমরা লালন করি হাড় নাড়িভুঁড়ি
এ-গ্রহে দর্শনার্থীর সংখ্যা বেশি
ধ্বংসস্তূপের মতো জমে ওঠে বাঘের উচ্ছিষ্ট
মানুষ ভোজন প্রিয়
বাঘেরও মানুষ প্রেম সংক্রামক ব্যাধি
লাল গ্রহ: ৩
ঈশ্বর ওকে প্রেমিক কোরো না
এ-গ্রহে তুমিই প্রেম
তোমারই পতনচিহ্ন পড়ে থাক
শুশ্রূষার বিকল্প নেই
মানুষ কবরে যায়, সেও এক অন্তিম শুশ্রূষা
আমি শুধু বুঝতে চাই
কতটা মায়া পড়ে আছে ওর দেহে
বন্ধু সেজে তুমি কি পারবে সে খবর এনে দিতে ?
বান্ধব বর্জিত হোক, এ এক পিতার বাসনা
লাল গ্রহ: ৪
সব মিথ্যে
চেনা লাল জানালা
জানালার ওপারে তোমার মুখ
মুখ থেকে ছিটকে আসা প্রতীক্ষার আলো
সবই মিথ্যে, অথচ সত্যের কাছাকাছি
সত্যের খুব কাছে আসলে যে কি
সে হিসেব ঘুড়ির সুতোর মতো
প্রতিপক্ষ ঘায়েল হলে তবেই কদর
কে-ই-বা মনে রাখে
গ্রহের আকাশে যেদিন প্রথম আলো এল
সেদিনও মুখ বাড়িয়েছিলে তুমি
সীমানা চিনতে, হাসি মুখে
সেও কি মিথ্যে? নাকি
সত্যের শরীর থেকে মিথ্যের পশম জেগে ওঠে।
লাল গ্রহ : ৫
এসো একটা শর্ত করি
দু-একটা সহজ বাক্য বিনিময় ছাড়া
আমরা মুখোমুখি সংঘর্ষে যাব না
কতটা সহজ হবে সে-বিলাপ
তার ভার তোমাকেই দেই
আমি শুধু সম্মতি জানাব
নতুন পোশাকে যেমন মেঘ ভেসে যায়
বিচ্ছেদের সুতো বুনো সেই সুরে
শবযাত্রী আসুক কিছু, তা নিয়ে আপত্তি নেই
শর্ত একটাই
সহজ কান্না থাক গ্রহের আকাশে

সুপ্রসন্ন কুণ্ডু
জন্ম ১৩ নভেম্বর, ১৯৮৪। শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনায় বসবাস করেন। পেশা: গ্রাফিক্স ডিজাইনার। কাব্যগ্রন্থ: ‘জানলার গরাদ পেরিয়ে’ (২০১৮)।