Categories
কবিতা

শতানীক রায়ের কবিতা

প্রবল ভাষার সংসারে কিছু শব্দ


প্রেম এখানে এক বাঁকা নদীর আত্মা হয়। মরা মানুষের কল্পনাহীন কালো সুষুম্নার মতো সব ধূ ধূ করা প্রাণ। ভোর হয় জানার পরও ভোর হবার কথা বলি জানালা আস্তে খোলে জেনেও আলতো খোলে চোখ…