Categories
স্মৃতিকথা

শিবাশিস দত্তের স্মৃতিকথা

গ্রামজীবনের আত্মা’ হয়ে উঠেছিলেন তারাপদ সাঁতরা

তাঁকে আমি জেনেছিলাম সেই ১৯৯৮ সালের গোড়ায়। তারাপদ সাঁতরা— বিরল মনের এবং মানের এক পুরাতত্ত্ববিদ। গ্রামের পর গ্রাম চষে বেড়িয়েছেন, তীব্র প্যাশন আর গভীর জিজ্ঞাসার টানে যেন হয়ে উঠেছিলেন ‘গ্রামজীবনের আত্মা’।