জয়নাল আবেদিনের কবিতায় শুধু লোকজ উপাদানের সঙ্গে সঙ্গে, তাঁর জীবনের পথ আলপথ ধরে হেঁটে গেছে দেখা যায়। এই পথ কতটা শিশিরভেজা তা পাঠলমাত্রই পাঠে আস্বাদন করেন।
বাঙালি জীবন, তার অতীত ও বর্তমানের নানা রূপকে নেড়েচেড়ে দেখার ভাবনা অথবা চল আছে, কিন্তু বাঙালি-আধুনিককে যথার্থ চেনার উপায় কী? এই বই তার নির্দেশিকা হতে পারে।